২৭ জুলাই, ২০২৪ ১২:১৮
ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্রুতগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগসহ হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাতে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানীতে অলিম্পিকের উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটল। এ হামলায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
হামলার পর বেশ কয়েকটি রুটে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। প্যারিস-লন্ডন রুটে চলাচলকারী ইউরোস্টার ট্রেনগুলোর যাতায়াত বিঘ্নিত হচ্ছে। কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের সূচি পেছানো হয়েছে। ক্ষতিগ্রস্ত রেলব্যবস্থা পুনরুদ্ধার করতে অন্তত পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এতে অলিম্পিকের সময় আগত পর্যটকদের যাতায়াতসেবা নিশ্চিতে সমস্যায় পড়তে যাচ্ছে প্রশাসন। দ্রুতগামী ট্রেনগুলোর মাধ্যমে দৈনিক ৮০ হাজার যাত্রীকে সেবা দেওয়ার পরিকল্পনা ছিল দেশটির পরিবহন মন্ত্রণালয়ের। ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ বলছে, টিজিভি নেটওয়ার্ক অচল করে দিতেই বড় ধরনের এ হামলা চালানো হয়েছে।
এসএনসিএফ জানিয়েছে, হামলার ফলে অনেকগুলো লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওইসব লাইনের ট্রেনগুলোকে অন্য পথ দিয়ে পরিচালনা করা হচ্ছে। তবে বেশির ভাগ চলাচল বন্ধই রাখছেন তারা। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ধরনের আক্রমণের প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে সেখানকার লাইনগুলো অক্ষত আছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যমগুলো।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী প্যাট্রিস ভার্গ্রেইত সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ হামলার নিন্দা জানিয়েছেন। দ্রুত রেল যোগাযোগ পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রাখায় এসএনসিএফকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এ ছাড়া দেশটির ক্রীড়ামন্ত্রী এমিলি অঁদি ক্যাস্তেরা অলিম্পিকের সময় সংঘটিত এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন ‘এটি পুরোপুরি একটি ভয়ংকর ব্যাপার।’
এ পরিস্থিতিতে যাত্রীদের ওইসব পথে নির্ধারিত যাত্রা স্থগিত করার আহ্বান জানিয়েছে এসএনসিএফ। নিরাপত্তাজনিত কারণে তাদের রেলস্টেশনে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য