০৭ নভেম্বর, ২০২৫ ২২:৩২
বাংলাদেশের পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় বলে গণমাধ্যমকে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যের সংসদের উচ্চকক্ষের সদস্য লর্ড কার্লাইল।
লিখিত বিবৃতিতে তিনি জানান,বাংলাদেশ ২০২৪ সাল থেকে রাজনৈতিক অস্থিরতায় বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যেগুলোর সমাধান করা প্রয়োজন। পরবর্তী নির্বাচন যেন অতীতের ভুলের পুনরাবৃত্তি না করে এবং অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু এবং স্বাধীন বহিরাগত পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য সকল প্রচেষ্টা চালাতে হবে। বাংলাদেশ সমাজের সকল অংশকে এই প্রক্রিয়ার অংশ হতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান, তাদের চেতনা ও সংস্কৃতির পুনরুজ্জীবনে অবদান রাখতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রক্রিয়া চলছে। তবে আইসিটি ব্যবস্থার বর্তমান রূপে আন্তর্জাতিক মানদণ্ডে আনার জন্য জরুরিভাবে সংস্কার প্রয়োজন। বিচার অবশ্যই স্বচ্ছ, সুষ্ঠু, আইন ও সংবিধানের প্রতি যত্নবান হতে হবে। সংখ্যালঘু সম্প্রদায় যথেষ্ট চাপের মধ্যে রয়েছে এবং রাষ্ট্র এবং বিরোধী উভয়ের কাছ থেকে নিশ্চিত সুরক্ষা প্রয়োজন। আইন প্রয়োগকারী ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় আছে। আইনের শাসনকে অবশ্যই সমুন্নত রাখতে হবে বলে তিনি জোর দেন।
উল্লেখ্য লর্ড কার্লাইল একজন আজীবন এবং ক্রসবেঞ্চ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদীয় কমিটির বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চলেছেন। তিনি একজন অনুশীলনকারী কিংস কাউন্সেল (কেসি) এবং লন্ডনের ফাউন্ড্রি চেম্বার্সে ব্যারিস্টার হিসেবে অনুশীলন করছেন, যেখানে তিনি পূর্বে চেম্বার্সের প্রধান ছিলেন। তার আইনি কাজে প্রায়শই বড় জালিয়াতির বিচার, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং কৌশলগত আইনি পরামর্শ জড়িত থাকে।
আপনার মন্তব্য