০৭ নভেম্বর, ২০২৫ ১৬:১৫
ছবি: সংগৃহীত ।
দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর সিলেট ও শাবিপ্রবি শাখার আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের মনোবল নিয়ে বিদ্যালয়ভিত্তিক বিশেষ শিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘মনোযোগের যোগ বিয়োগ’ শিরোনামে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এই শিক্ষণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল প্রয়াস শিক্ষা সেবা কেন্দ্র।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি )বন্ধুজনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মুজাম্মেল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন শাবিপ্রবির সাইকোলজি কাউন্সিলর ফজিলাতুন্নেছা শাপলা। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দিগ্বিজয় চক্রবর্তী, সিলেট বন্ধুজনের উপদেষ্টা ও দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি।
সেমিনারের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সিলেট বন্ধুজনের সাধারণ সম্পাদক সুধীর খীসা ও শাবিপ্রবি বন্ধুজনের আহবায়ক মো. ইসফাক আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিলেট বন্ধুজনের সভাপতি মনোয়ার পারভেজ। এসময় জাহেদ আহমদের কথা, সুরে শিক্ষামূলক গান পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মী ও ব্রতচারী বিমান তালুকদার।
সেমিনারে শাবিপ্রবির সাইকোলজি কাউন্সিলর ফজিলাতুন্নেছা শাপলা শিক্ষার্থীদের লেখাড়ায় মনোযোগের ব্যাপারে বিস্তর আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ আনার জন্য বিভিন্ন নিয়ম ও ব্যায়াম শিখিয়ে দেন। এবং ফলাফল পরবর্তী যেন শিক্ষার্থীরা বিষণ্ণতা না ভোগে সেজন্য বিশেষ পরামর্শ দেন। সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যের উপর শিক্ষার্থীদের জন্য তাৎক্ষনিক কুইজ প্রতিযোগিতা করা হয়। এবং এই প্রতিযোগিতায় ১০জন বিজয়ীকে বই পুরস্কার দেওয়া হয়। এছাড়া সেমিনারে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন সিলেট বন্ধুজনের অর্থ সম্পাদক জয়দেব রায়, সিলেট শাবিপ্রবি বন্ধুজনের সদস্য জাওয়াদুল করিম, শুভ ভট্টাচার্য, আদনান ফরহাদ, অর্ঘ্য চক্রবর্তী, শুভ চক্রবর্তী, জাহিদুল ইসলাম জিওন।
আপনার মন্তব্য