সিলেটটুডে ডেস্ক

০৭ নভেম্বর, ২০২৫ ০৯:১১

ডিসেম্বরে ঢাকা আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু

ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু ঢাকা আসছেন। প্রদর্শনী ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে ডিসেম্বরে ঢাকায় আসছেন তিনি।

এএফবি লাতিন-বাংলা সুপার কাপের ব্যানারে টুর্নামেন্টে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের একটি করে দল।

টুর্নামেন্টটি আয়োজন করবে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।

টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। ম্যাচ তিনটি হবে ৫, ৭ ও ১১ ডিসেম্বর।

কাফু ঢাকায় থাকবেন ১০ ও ১১ ডিসেম্বর। খেলা হবে জাতীয় স্টেডিয়ামে।

কাফু ব্রাজিলের হয়ে খেলেছেন ১৯৯০ থেকে ২০০৬ সাল পর্যন্ত। ২০০২ বিশ্বকাপে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সেলেসাওদের তার চেয়ে বেশি ম্যাচ খেলেননি আর কোনো ফুটবলার।

আপনার মন্তব্য

আলোচিত