০৭ নভেম্বর, ২০২৫ ১৯:১৬
নানা নাটকীয়তার পর অবশেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন আরিফুল হক চৌধুরী। এই নির্বাচনী আসনে আনুষ্ঠানিকভাবে প্রচারও শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।
শুক্রবার (৭ নভেম্বর) বাদ জুমআ গোয়াইনঘাটে বিএনপির প্রয়াত নেতা ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন।
দিনটি শুরু করেন গোয়াইনঘাট উপজেলার বায়তুল আমান ভিত্রিখেল রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে। নামাজ শেষে রাধানগর বাজারে তিনি দলের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি সিলেট-৪ আসনে প্রার্থী হয়েছি। আপনাদের সবার সযোগিতা চাই।’
এসময় স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই আসনের সকল অলিগলি আমার চেনা। সমস্যাগুলো সম্পর্কেও আমি অবগত। আমি নির্বাচিত হলে এবং বিএনপি ক্ষমতায় গেলে প্রথম এক বছরের মধ্যেই এসব সমস্যা সমাধান করে উন্নয়নের জোয়ারে এই নির্বাচনী এলাকাকে ভাসিয়ে দেওয়া হবে।’
গেল ৫ নভেম্বর রাতে বহু জল্পনা-কল্পনার পর আরিফুল হক চৌধুরীকে বিএনপির পক্ষ থেকে সিলেট-৪ আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
পরদিন বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা থেকে সিলেটে ফিরে তিনি বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকার সব মুরব্বি ও নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সিলেট-৪ আসনের প্রতিটি উপজেলাকে একটি সুন্দর ও আধুনিক অঞ্চলে রূপ দিতে চাই।’
আপনার মন্তব্য