সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫ মে, ২০১৬ ১৬:২৭

দুর্গম অঞ্চলে গেলে নাগরিকদের আড়াই একর জমি দেবে রাশিয়া

নাগরিকরা যদি দুর্গম পূর্বাঞ্চলে যেতে রাজী হন তবে তাদের বিনামূল্যে আড়াই একর জমি দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া

দেশের আয়তনের সাথে জনসংখ্যার সঠিক ভারসাম্য রাখতে ও  অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে পুতিন দেশি-বিদেশি সবার জন্য উন্মুক্ত এ প্রস্তাব দিয়েছেন।

রুশ গণমাধ্যম দ্যা মস্কো টাইমস জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে কামচাটকা, প্রিয়মরে, কাভ্রভাস্ক, আমুর, মাগাদান এবং শাখেলিন এলাকার জন্য এই বিশেষ সুযোগ দেবে পুতিন সরকার। বিনামূল্যে পাওয়া এসব জমির জন্য সরকারকে কোন করও দিতে হবেনা নাগরিকদের।

তবে রাশিয়ার নাগরিক ছাড়া অন্য কেউ এই সুবিধা পাবেন না।

মস্কো টাইমসের খবরে উল্লেখ করা হয়, পূর্বাঞ্চলের বিশাল এলাকায় জনবসতি খুবই কম। অপরদিকে এসব এলাকায় রয়েছে বিপুল পরিমান প্রাকৃতিক সম্পদ। তবে দুর্গোম এলাকা হওয়ায় এই অঞ্চলে যাতায়াত খুবই সীমিত। রাশিয়া তাই এসব এলাকার দিকে বাড়তি নজর দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত