সিলেটটুডে ডেস্ক

২২ মে, ২০১৬ ০১:৪৯

‘রোয়ানু’র প্রভাবে শ্রীলঙ্কায় নিহত ৬৪, গৃহহীন ৩ লাখ মানুষ

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এখনও শিশুসহ দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া বন্যার কবল থেকে বাঁচতে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ৩ লাখ মানুষ।

প্রবল বৃষ্টিপাতের ফলে দেখা দেয় আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধস। শ্রীলঙ্কার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকার প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে চলমান ঘূর্নিঝড় রোয়ানুর প্রভাবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ আরো কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল তিন’শ মিলিমিটারেরও বেশি। দেশটির মাহাইল্লুপ্পালামা এলাকায় এক সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে পাঁচ’শ মিলিমিটারেরও বেশি।

শ্রীলঙ্কার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কলম্বোর এক’শ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় কেগালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় দু’টি পৃথক ভূমিধসের ঘটনায় অন্তত ৩৪ জন  নিহত হন।

সূত্র: ইন্ডিয়া টুডে, অ্যাকু-ওয়েদার, রিলিফ ওয়েব।

আপনার মন্তব্য

আলোচিত