সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪ জুলাই, ২০১৬ ১৪:৫৫

ঝোপে লুকিয়ে গুলশান হামলা থেকে বেঁচে যান জাপানের তামাওকি

গুলশান হামলা থেকে বেঁচে ফেরা একমাত্র জাপানি নাগরিক তামাওকি ওয়াতানাবে জাপানি পুলিশকে জানিয়েছেন, হলি আর্টিজান রেস্টুরেন্টের বাগানের এক ঝোপে লুকিয়ে হামলাকারীদের হাত থেকে বেঁচে গিয়েছিলেন।

জাপানের সংবাদমাধ্যম জাপান টাইমস খবরটি জানিয়েছে।

খবরে বলা হয়েছে, তামাওকি ওয়াতানাবে (৪৬) গুলশান হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন। এখন টোকিওর এক হাসপাতালে আছেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তামাওকি।

তামাওকি জানিয়েছেন, হলি আর্টিজানে গোলাগুলি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ওই ক্যাফে থেকে বের হয়ে বাগানের ঝোঁপে এসে আশ্রয় নেন।

জাপানি পুলিশের সঙ্গে প্রথম সাক্ষাৎকারে তামাওকি নিশ্চিত করেন, তাঁর সঙ্গে আরও ৭ জাপানি নাগরিক ছিলেন। জঙ্গিবিরোধী অপারেশন শেষে তাদের কেউ ভবন থেকে বের হয়ে আসেননি। তামাওকি সেই ১৩ জনের একজন, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যারা গুলশানের অভিযান শেষে বের হয়ে এসেছিলেন।

গত ৭ জুলাই গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত জাপানি নাগরিকদের মরদেহ নিজ দেশে পৌঁছায়। আহত তামাওকিও অন্য একটি বিমানে করে দেশে পৌঁছান। জাপানের বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্ট্রেচারে করে টোকিওর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত