অনলাইন ডেস্ক

১৭ জুলাই, ২০১৬ ১৭:৫৪

তুরষ্কে অভ্যুত্থান চেষ্টার ঘটনায় গ্রেফতার ৬ হাজার

সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পর এ ঘটনায় জড়িত অভিযোগে তুরস্কে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে শনিবার একথা জানানো হয়।

গ্রেফতারের সংখ্যা বাড়বে জানিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমকে বেকির বলেন, শুদ্ধি অভিযান চলছে।

বিবিসি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিচারক এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারও রয়েছেন। এর মধ্যে শনিবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দেনিজলি থেকেই অর্ধশতাধিক সেনা সদস্য গ্রেফতার হয়েছেন।

শুক্রবার রাতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার চেষ্টার পর সরকার সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর একটি অংশের সংঘর্ষ হয়।

শনিবারও এ সংঘর্ষ চলতে থাকে। এক পর্যায়ে অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসেন প্রেসিডেন্টের আহ্বানে। ব্যর্থ হয় অভ্যুত্থান চেষ্টা।

ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর আত্মসমর্পণ করেন অসংখ্য সেনা সদস্য। ব্যর্থ এ অভ্যুত্থান চেষ্টায় নিহত হন অন্তত ২৬৫ জন মানুষ।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ওই চেষ্টার পর শনিবার জেনারেল উমিত দুনদারকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয় দেশটির সরকার।

আপনার মন্তব্য

আলোচিত