আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৭

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পঞ্চদশ বার্ষিকী পালিত হচ্ছে

যুক্তরাষ্ট্রের পালিত হচ্ছে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ১৫তম বর্ষপূর্তি। 

রোববার (১১ সেপ্টেম্বর) পালন করা হয় বর্ষপূর্তি।

টুইন টাওয়ারে হামলার পঞ্চদশ বার্ষিকীর প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সন্ত্রাসী হামলা মোকাবেলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, 'সন্ত্রাস মোকাবেলায় আমরা নির্বিকার থাকতে পারি না। আমাদের সবাইকে একযোগে এর বিরুদ্ধে কাজ করে যেতে হবে। আমরা এমন কিছু চাই না, যা আমাদের মধ্যে দ্বিধাবিভক্তির সৃষ্টি করবে।'

সাপ্তাহিক রেডিও ভাষণে যুক্তরাষ্ট্রকে সবকিছুর 'ধারক' হিসেবে বর্ণনা করে ওবামা বলেন, 'এটাই যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য। আমরা সব ধরনের বৈচিত্র্য নিয়েই টিকে আছি। আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বেঁচে থাকতে চাই।'

এদিকে শুধু একবার নয়, আল কায়দা আরও 'হাজারবার' যুক্তরাষ্ট্রে হামলা চালাবে, এমন হুমকি দিয়েছেন সন্ত্রাসী সংগঠনটির বর্তমান প্রধান আইমান আল জাওয়াহিরি।

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ হুমকি দেওয়া হয় বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত