সিলেটটুডে ডেস্ক

০৭ এপ্রিল, ২০১৭ ২০:৪১

স্টকহোমে ভিড় ঠেলে লরি দোকানে, নিহত ৩

সুইডেনের রাজধানী স্টকহোমে ভিড়ের ওপর দিয়ে চালিয়ে একটি লরি দোকানে ঢুকে পড়ার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মিডিয়া তিনজনের মৃত্যুর খবর জানালেও পুলিশ দুইজনের কথা জানিয়ে বলছে আরেকজন গুরুতর আহত।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি লিখেছে, ঘটনাস্থলে গুলির শব্দও পাওয়া গেছে।

স্টকহোম পুলিশ জানিয়েছেন, শুক্রবার বিকালে এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তারা এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন।

শহরটিতে পথচারীদের হাঁটার অন্যতম প্রধান সড়ক ড্রনিংয়েটেন (কুইন স্টিট) এ ঘটনা ঘটে।

সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন এটাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

স্থানীয় গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা একটি ট্রাক ডিপার্টমেন্ট স্টোরের জানালায় ধাক্কা মেরে ঢুকে পড়তে দেখেন। এরপরই মানুষজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন তারা।

ডিপার্টমেন্ট স্টোরে কাজ করা এক প্রত্যক্ষদর্শী সুইডিশ জাতীয় প্রচারমাধ্যম এসভিটি তে বলেন, “পুরো বিষয়টাই ঘোলাটে। কতজন আহত হয়েছে জানি না। অনেকেই এ ঘটনায় স্তম্ভিত হয়ে গেছে।”

বিবিসি’র সংবাদদাতা কয়েকজন নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিযেছেন, শহরের অন্যপ্রান্তে গুলি হওয়ার খবর পাওয়া গেছে। তবে দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কিনা তা এখনও জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত