সিলেটটুডে ডেস্ক

০৮ মে, ২০১৭ ১০:৫২

আফগানিস্তানে আইএস-প্রধান হাসিব নিহত

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আফগানিস্তানের কথিত প্রধান আবদুল হাসিব নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান প্রেসিডেন্ট দপ্তর।

প্রেসিডেন্ট আশরাফ গনির দপ্তরের বরাত দিয়ে সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আফগান বিশেষ বাহিনীর নেতৃত্বাধীন অভিযানে ১০ দিন আগে নিহত হন হাসিব।

গত মার্চে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলার জন্য হাসিব দায়ী বলে ধারণা করা হয়। ওই হামলায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

গত মাসে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও আফগান বিশেষ বাহিনীর অভিযানে হাসিব সম্ভবত নিহত হয়েছেন।

গত মাসেই মার্কিন সেনাবাহিনী নানগারহার প্রদেশে আইএসের সন্দেহজনক অবস্থান লক্ষ্য করে সবচেয়ে বড় ‘অপারমাণবিক বোমা’ হামলা চালায়।

২০১৫ সালে আইএস কথিত খোরাসান প্রদেশ ঘোষণা করে। আফগানিস্তান ও পাকিস্তানে আইএসের শাখা পুরো অঞ্চলটিকে খোরাসান প্রদেশ নামে ডাকে। এরপর থেকে তারা অঞ্চলটিতে একাধিক হামলা চালায়।

আপনার মন্তব্য

আলোচিত