সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৫ মার্চ, ২০১৮ ১৪:৪২

পাপুয়া নিউ গিনিতে ফের শক্তিশালী ভূমিকম্প, নিহত অর্ধশতাধিক

পাপুয়া নিউ গিনির পগেরা ১১১ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে সোমবার ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। এদিকে এর আগের দুই দফা ভূমিকম্পে সব মিলিয়ে মৃতের সংখ্যা কমপক্ষে ৬৭ জনে দাঁড়িয়েছে বলে খবর জানিয়েছে উদ্ধারকারী সংস্থা।

গার্ডিয়ানের খবরে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি এ এলাকায় রিখটার স্কেলে ৭.৫ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সোমবার এ ভূমিকম্প আঘাত হানলো। এরপর সেখানে আরো কয়েকদফা ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়।

সর্বশেষ এ ভূমিকম্প ৬.৩০৭ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ এবং ১৪২.৬২০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। রোববার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে এটি সংঘটিত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।

রেডক্রস জানিয়েছে, ওই এলাকায় প্রধান কোন শহর না থাকলেও ভূমিকম্পের উৎপত্তিস্থলের ১শ’ কিলোমিটারের প্রায় ৬ লাখ ৭০ হাজারের বেশী লোকের বসবাস রয়েছে।

খবর: গার্ডিয়ান ও সিনহুয়া।

আপনার মন্তব্য

আলোচিত