সিলেটটুডে ডেস্ক

৩০ এপ্রিল, ২০২০ ০২:২২

মসজিদ রূপান্তরিত হলো কোয়ারেন্টিন সেন্টারে

লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশ্বের অনেক জায়গার মত ভারতেও মসজিদে জামাতে নামাজ পড়া বন্ধ। এমন অবস্থায় করোনা প্রতিরোধে এগিয়ে এসেছেন একটি মসজিদ কর্তৃপক্ষ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে একটি মসজিদকে কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তর করা হয়েছে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সেন্টারটি এখন পুরোপুরি প্রস্তুত।

বিজ্ঞাপন

কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তরিত মসজিদটি আজম ক্যাম্পাসে অবস্থিত। মহারাষ্ট্র কসমোপলিটন অ্যান্ড এডুকেশনাল সোসাইটির পরিচালনায় ওই ক্যাম্পাসে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান আর ২০ হাজার শিক্ষার্থী রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের দোতলায় বিশাল হলঘরে কোয়ারেন্টিন সেন্টার তৈরি করা হয়েছে। করোনায় আক্রান্ত ৮০ জন সেখানে থাকতে পারবেন। মসজিদের নয় হাজার বর্গফুটের এই হলটি তারা ব্যবহার করতে চান করোনার বিরুদ্ধে লড়াই করতে।

এ বিষয়ে মহারাষ্ট্র কসমোপলিটন অ্যান্ড এডুকেশনাল সোসাইটির চেয়ারম্যান পি এ ইনামদার বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা এখানে কোভিড-১৯ রোগীদের জন্য কোয়ারেন্টিন সেন্টারের ব্যবস্থা করেছি। আমাদের ট্রাস্টি প্রয়োজনে রোগীদের খাবারের ব্যবস্থা করবে।

তিনি আরও বলেন, আমরা রাজ্য সরকারকে যেটুকু পারি সাহায্য করতে চাই। মসজিদের ভেতরে ফ্যান, লাইট, টয়লেট, বেড সবই আছে। তাই করোনার রোগীদের সেখানে রাখতে কোনো অসুবিধা নেই।

আপনার মন্তব্য

আলোচিত