১২ মে, ২০২০ ০১:৩২
মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে দুনিয়াজুড়ে। এবার প্যারিসে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় জরিমানা গুণতে হবে।
প্যারিসের মেট্রোতে আরোহন করা যাত্রীদের ক্ষেত্রে এমন কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি মেট্রোতে চলাচলকারীদের ভ্রমণের কারণ উল্লেখ করে কর্মস্থল থেকে ইস্যু করা সনদ বহন করতে হবে। সোমবার (১১ মে) সিএনএন এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
প্যারিসের পাবলিক ট্রান্সপোর্ট অপারেটরের মুখপাত্র জানান, এসব নিয়ম কেউ অমান্য করলে ১৩৫ ইউরো বা ১৪৫ ডলার জরিমানা গুণতে হবে।
গত বৃহস্পতিবারের দেশটির পরিবেশ বিজ্ঞান মন্ত্রী এলিসাবেথ বোর্নের সংবাদ সম্মেলনের পর সোমবার এ সিদ্ধান্ত হয়েছে। এদিকে প্রায় দুইমাস ধরে চলা লকডাউনের কড়াকড়ি প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স। দেশটিতে করোনায় এ পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ৪২৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৪৩ জনের।
আপনার মন্তব্য