সিলেটটুডে ডেস্ক

১৯ মার্চ, ২০২১ ০২:৪৮

কালরাত্রি স্মরণে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

একাত্তরের কালরাত্রি স্মরণে আগামী ২৫ মার্চ এক মিনিট অন্ধকারে থাকবে পুরো দেশ। রাত ৯টা থেকে ৯টা এক মিনিট সারাদেশে জরুরি স্থাপনা ছাড়া প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি পালনে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার কার্যবিবরণীতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদফতর, দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এই ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করবেন।

আপনার মন্তব্য

আলোচিত