সিলেটটুডে ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৫ ১২:২৬

সাখাওয়াত সহ ৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২৩ ডিসেম্বর) বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৫টি অভিযোগ আমলে নিয়ে এ চার্জ গঠন করেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন রিয়াজ আল মালুম এবং আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আব্দুর সক্কুর খান। এর ফলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিভাবে বিচারকাজ শুরু হলো।

৯ আসামির মধ্য ৩ জন কারাগারে ও বাকিরা পলাতক রয়েছেন।

মামলার আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য মো. সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম হোসেন, শেখ মো. মজিবুর রহমান, মো. আব্দুল আজিজ সরদার, আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, লুৎফর মোড়ল ও আব্দুল খালেক মোড়ল ।

গত বছরের ২৯ অক্টোবর এই মামলার অন্যতম আসামি যশোরের কেশবপুর আসনের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত