অনলাইন প্রতিবেদক

১৫ মে, ২০১৬ ০০:৩৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মুখ ফসকে বেরিয়ে গেছে’

বৌদ্ধ ভিক্ষু হত্যার কয়েকঘন্টার মধ্যেই সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বৌদ্ধ ভিক্ষু হত্যা বিচ্ছিন্ন ঘটনা এবং এই হত্যার সাথে ভিক্ষুর স্বজনরাই জড়িত। তবে রাতে একটি গণমাধ্যমকে তিনি বলেন স্বজন জড়িত থাকার কথাটি তাঁর মুখ ফসকে বেরিয়ে গেছে। তবে এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনার বাইরে কিছু ভাবতে চান না বলে ফের জানান তিনি।

শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের  বৌদ্ধ ধর্মগুরু হত্যা বিচ্ছিন্ন ঘটনা ও এর সাথে স্বজনরা যুক্ত আছে বলে মন্তব্য করেন।

আরও পড়ুন- বৌদ্ধ ভিক্ষু হত্যা বিচ্ছিন্ন ঘটনা, স্বজনরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী


রাতে এ বিষয়ে একটি গণমাধ্যমের (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) পক্ষ থেকে তাকে ফের প্রশ্ন করা হলে তিনি বলেন, “স্বজন জড়িত কথাটা হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি এটা মিন করি নাই।”

আরও পড়ুন- এবার বৌদ্ধ ভিক্ষুকে জবাই করে হত্যা


শুক্রবার মধ্যরাতের পর মন্দিরে ধ্যানরত অবস্থায় গলা কেটে হত্যা করা হয় চাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মং শৈ উ (৭০)-কে। সকালে তার রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সম্প্রতি খ্রিস্টান যাজক ও হিন্দু পুরোহিতের উপর যেভাবে হামলা হয়েছে, এই হত্যাকাণ্ডের ধরনও একই।

আপনার মন্তব্য

আলোচিত