সিলেটটুডে ডেস্ক

১৭ মার্চ, ২০২০ ১০:৫৬

জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর প্রধানমন্ত্রী নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতির জনকের ছোট মেয়ে শেখ রেহানা, জাতির জনকের নাতনি সায়মা ওয়াজেদ হোসেন, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সরকারি ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আলাদাভাবে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং অন্যান্য সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

১৯২০ সালের এই দিনে (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত