সিলেটটুডে ডেস্ক

১০ জুলাই, ২০২৩ ০০:৫২

মৃত এমপিকে রেখে আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটি ঘোষণা

চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মো. আফছারুল আমীনকে রেখে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ জুলাই) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ড. আব্দুল খালেককে। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

কো-চেয়ারম্যান হয়েছেন নুরুল ইসলাম নাহিদ। সদস্যসচিব করা হয়েছে বেগম শামসুন নাহার চাঁপাকে। তিনি আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে নাম রয়েছে মো. আফসারুল আমীনের, যিনি গত ২ জুন মারা যান।

ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত উপ-কমিটিতে আফসারুল আমীনের নামের পাশে মৃত লেখাও রয়েছে।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আব্দুস সোবহান গোলাপ এমপি, একেএম শাহজাহান কামাল এমপি, এম এ মতিন এমপি, মো. কুদ্দুস এমপি, অধ্যাপক (অব) মো. নুরুল্লাহ, অধ্যাপক ডা. জাকিয়া পারভীন, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক ড. পি এম সফিকুল ইসলাম, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূইয়া, অধ্যাপক ড. আবুল কাশেম, এইচ এম বদিউজ্জামান সোহাগ, এস এম জাকির হোসেইন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত