সিলেটটুডে ডেস্ক

১০ জুলাই, ২০২৩ ২২:৫৮

১২ জুলাই চূড়ান্ত আন্দোলনের বার্তা দেবে বিএনপি: আমীর খসরু

ছবি: সংগৃহীত

১২ জুলাই বিএনপি ও সমমনা দলগুলো সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলমান আন্দোলন যে পর্যায়ে এসেছে এখন জাতির সামনে একটি বার্তা দেওয়ার সময় এসেছে। ১২ জুলাই আমরা সেই বার্তাই দেব। সে বিষয়ে আমাদের যৌথ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ বলেন, ’যৌথভাবে আগামীতে আমাদের আন্দোলন এগিয়ে যাবে। সকল শক্তিকে ঐক্যবদ্ধ করেই আমাদের এ আন্দোলন। যুগপৎভাবে এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

আন্দোলনে যে ৩৬ রাজনৈতিক দল রয়েছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মূল্যায়ন করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘আমরা যথেষ্ট সময় নিয়ে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি। আগামীতেও যুগপৎ আন্দোলন নিয়ে আমরা এগিয়ে যাব।’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ’বাংলাদেশ এখন পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। মানুষ এ সরকারের পরিবর্তন চায়। এ পর্যায়ে আমাদের চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে ১২ জুলাই। এ সিদ্ধান্ত চলমান আন্দোলনকে নতুন পর্যায়ে নিয়ে যাবে, নতুন স্তরে উন্নীত করবে। সে বিষয়ে আমাদের ঐকমত্য হয়েছে।’

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন জেএসডির সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরিক দল গণঅধিকার পরিষদের একাংশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও লেবার পার্টির সঙ্গেও বৈঠক করেছেন বিএনপি নেতারা।

আপনার মন্তব্য

আলোচিত