নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি , ২০১৬ ০০:৪৮

কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পেতে তৎপর বিবাহিতরাও!

শীঘ্রই ঘোষিত হবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি। এই কমিটিতে স্থান করে নিতে তৎপরতা চালাচ্ছেন সিলেটের বেশক'জন ছাত্রনেতা। যুক্তরাজ্য প্রবাসী সিলেটের কয়েকজন নেতাও কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। এদের মধ্যে একাধিক বিবাহিত নেতাও রয়েছেন বলে জানা গেছে।

সিলেট ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার দৌড়ে রয়েছেন যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ অমি ও যুক্তরাজ্য ছাত্রলীগের নেতা শহিদ চৌধুরী। এঁরা দু'জনই বিবাহিত ও সন্তানের জনক।

এদের মধ্যে তামিমের বাড়ি সিলেটের জকিগঞ্জে ও শহিদ সিলেটের গোলাপগঞ্জের বাসিন্দা।

তবে এ ব্যাপারে সিলেটের ছাত্রলীগ নেতারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি।

তবে ছাত্রলীগের গঠনতন্ত্রের ২৩ এর ক ধারায় উল্লেখ আছে- কোন সদস্য বিয়ে করলে সংগঠনের পদপ্রাপ্তির যোগ্যতা হারাবেন।

তবে এই দুই নেতা বিবাহিত হলেও কেন্দ্রীয় পদ পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছেন বলে ছাত্রলীগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ দু'জন ছাড়াও সিলেটের সাবেক ও বর্তমান বেশ ক'জ ছাত্রলীগ নেতা কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিতে লবিং চালাচ্ছেন।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কমিটিতে পদ প্রাপ্তির দৌড়ে রয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান, মহানগরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম ফয়সাল, বর্তমান সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক হৃত্বিক দেব, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি আবু সাইদ আকন্দ।

এছাড়াও সিলেটের আরো কয়েকজন নেতা কেন্দ্রে পদপ্রাপ্তির জন্য তদবির চালাচ্ছেন বলে ছাত্রলীগ সূত্রে জানা গেছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বৃহত্তর সিলেটের সন্তান হওয়ায় এবারের কমিটিতে সিলেটের নেতারা মূল্যায়িত হবেন বলেও আশা করছেন পদপ্রত্যাশীরা।

আপনার মন্তব্য

আলোচিত