সিলেটটুডে ডেস্ক

০৫ নভেম্বর, ২০২৫ ১৪:৪১

৯১ আসনে গণসংহতির প্রার্থী ঘোষণা করে জোনায়েদ সাকি বললেন জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন (জিএসএ)।

দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নিজে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে লড়বেন।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীতে গণসংহতি আন্দোলনের নতুন কমিটির পরিচিতি এবং আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

গত ২ নভেম্বর গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত হয়। এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হয়েছেন জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল।

অনুষ্ঠানে সাকি জানান, প্রগতিশীল, উদার মধ্যপন্থি দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনেই প্রার্থী দেবে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান আছে।

নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। তার মতে, জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল।

আপনার মন্তব্য

আলোচিত