সিলেটটুডে ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৬ ১৩:৩৪

জাসদ'র প্রতীক দ্বন্দ্ব: শুনানিতে ইনু-শিরিন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ'র প্রতীক নিয়ে দ্বন্দ্বের অবসান করতে পরস্পর বিরোধী দু'পক্ষকেই বুধবার (০৬ এপ্রিল) শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রথম দফার শুনানিতে দলটির একপক্ষের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারের শুনানি করছে নির্বাচন কমিশন।

দ্বিতীয় দফায় বিকাল ৩টায় অপর পক্ষের সভাপতি মঈনুদ্দীন খান বাদল ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের শুনানি অনুষ্ঠিত হবে।

সম্প্রতি দলটির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে একটি অংশ বিদ্রোহ ঘোষণা করে জাসদের নামে কমিটি গঠন করে। এদিকে, হাসানুল হক ইনুর নেতৃত্বেও অপর অংশটিও কমিটি গঠন করে।

ইনুর অংশ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থীর প্রতীক 'মশাল' দেওয়ার জন্য ইসিতে চিঠি দেয়। প্রকৃতপক্ষে মশাল কার হাতে যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই শুনানিতে করছে ইসি।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসসহ অন্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব সিরাজুল ইসলাম উপস্থিত আছেন।

আপনার মন্তব্য

আলোচিত