সিলেটটুডে ডেস্ক

১২ এপ্রিল, ২০১৬ ১৫:২৭

‘জিডিপির মিথ্যা পরিসংখ্যান দেওয়া হচ্ছে’

জিডিপির মিথ্যা পরিসংখ্যান দিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করে জনগণের উদ্দেশে বলেন, আপনারা পরিসংখ্যানের চমকে বিভ্রান্ত হবেন না। আপনাদের জীবনমানের পরিপ্রেক্ষিতে আপনারাই জানেন আপনারা কেমন আছেন।

মির্জা ফখরুল বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু, বিশ্বব্যাংক বলছে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ হবে। এখানে বিষয়টি পরিষ্কার যে সরকারের দাবি মিথ্যা।

তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে জিডিপির মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সরকারের এ মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

গত ৫ এপ্রিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় আয় ও প্রবৃদ্ধির ওপর ২০১৫-১৬ অর্থবছরের জন্য সাময়িক হিসাব প্রকাশ করেছে।

বিবিএস-এর হিসাব অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ।

বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে।

এশীয় উন্নয়ন ব্যাংকের প্রাক্কলন ৬ দশমিক ৭ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত