সিলেটটুডে ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৮ ১৮:২৩

এমপি-মন্ত্রীদের চুরির খবর ঢাকতে ৩২ ধারা: রব

এমপি-মন্ত্রীদের চুরির খবর ঢাকতেই সরকার ৩২ ধারা আইন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, যা ৫৭ তাই ৩২ ধারা। দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও সংবাদপত্রের স্বাধীনতা না থাকায় সব ম্লান হয়ে যাচ্ছে।

শুক্রবার (৬ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রব।

রব বলেন, 'জনগণের সব চাইতে বড় শক্তি হচ্ছে আইনের শাসন ও কোর্ট-কাচারি। কিন্তু আজ আইনের শাসন নেই, ভোটাধিকার নেই। মাত্র দুই কোটি টাকার অনিয়মের জন্য সাবেক প্রধানমন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে। অথচ লক্ষ কোটি টাকা এ দেশ থেকে লুটপাট হয়েছে। সরকারদলীয় লোকজন ব্যাংক লুট ও মূলধন খেয়ে ফেললেও তার বিচার হচ্ছে না।'

অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় জেএসডি সহ-সভাপতি তানিয়া রব, কেন্দ্রীয় নেতা মুনছুরুল হক, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত