নিউজ ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৫ ০৭:০৭

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ‘রাজশাহী প্রধান’ গ্রেপ্তার

নিষিদ্ধ হিযবুত তাহরীরের রাজশাহী বিভাগীয় প্রধানকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।গ্রেপ্তার মাহমুদুর রহমান অভি রাজশাহীর বেসরকারি উদয় ডেন্টাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।

চার মাস অনুসন্ধান শেষে মঙ্গলবার ভোরে নগরীর তেরখাদিয়া এলাকায় বাসা থেকে অভিকে আটক করা হয় বলে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির জানিয়েছেন।

বুধবার বিকালে তাকে সাংবাদিকদের সামনে আনা হয়। তার বাসায় পাওয়া প্রচারপত্র, জিহাদি বই, বেশ কয়েকটি মোবাইল ফোন ও সিম, ল্যাপটপ, পেনড্রাইভও দেখানো হয় সাংবাদিকদের।

এনামুল কবির বলেন, ছয় মাস ধরে অভি পিবিআইয়ের আইসিটি ইউনিটের নজরদারিতে ছিল।

“অভি রাজশাহী বিভাগে গোপনে দলের সদস্য সংখ্যা বাড়ানোসহ বিভিন্ন সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন। আন্তর্জাতিক জঙ্গিসংগঠন আইএসের সঙ্গেও তার যোগাযোগ আছে।”

আইএসের আদলে বাংলাদেশে জঙ্গি সংগঠন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ চালানোর কথা অভি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।

“তবে অভি এখনও তাদের প্রধানের নাম-পরিচয়ের বিষয়ে মুখ খোলেনি,” বলেন এনামুল।

আপনার মন্তব্য

আলোচিত