কানাইঘাট প্রতিনিধি

০৯ জুলাই, ২০২০ ২১:৪৪

কানাইঘাটে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির উপদেষ্টা মনোনীত

সিলেটের কানাইঘাটে আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির নেতৃবৃন্দের সকলের প্রস্তাবিত সভার মাধ্যমে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩টায় অস্থায়ী কার্যালয়ে কমিটির সভাপতি ইফতেখারুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপদেষ্টা মণ্ডলীদের মনোনীত করা হয়।

তাদের মধ্যে সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল হক, সাবেক সদস্য সচিব ফখরুল ইসলাম, সাবেক ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান (বীর মুক্তিযোদ্ধা) শফিকুর রহমান চৌধুরী, ৩নং দিঘীরপাড় ইউপির সাবেক কমান্ডার গিয়াস উদ্দিন আহমদ, (বীর মুক্তিযোদ্ধা) আনোয়ারুল হক চৌধুরী, মাহমুদ আলী, আব্দুল হান্নান, সুবেদার আফতাব উদ্দিন, শরীফ উদ্দিন, মাষ্টার মঞ্জুর হোসেন, কানাইঘাট উপজেলার সাবেক কমান্ডার শামছুদ্দিন চৌধুরী, ইউকে ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন চৌধুরী, ইউকে ওয়েলফেয়ার এসোসিয়েশনের বর্তমান সভাপতি বাহার জামান, সাধারণ সম্পাদক রশিদ আহমদ, আমেরিকান ডেমোক্রেটিক পার্টি ওয়ারেন সিটির চেয়ারম্যান ড. খাজা শাহাব আহমেদ, সিলেট এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, এমবিবিএস লন্ডন ড. মুফজ্জিল হোসেন, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির বাসিন্দা কুলাউড়া উপজেলার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, কানাইঘাট সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল লোকমান হোসেন, সিলেট জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট ফখরুল ইসলাম, সিলেট কৃষি বিদ্যালয়ের এডিশনাল রেজিস্টার একেএম ফজলুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক এম তাজিম উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, ৩নং দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল ।

আপনার মন্তব্য

আলোচিত