সংবাদ বিজ্ঞপ্তি

২২ জুলাই, ২০২০ ২২:৪৪

লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিল চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) বনমালী ভৌমিক।

এতে লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজেরে মনোনীত সদস্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম. আর. কবির, প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দিন এবং মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, সিন্ডিকেট মনোনীত সদস্য প্রফেসর ড. মো. জহির বিন আলম এবং প্রফেসর ড. এজেডএম মনজুর রশিদ, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, কলা এবং আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ, রেজিস্ট্রার ও সদস্য সচিব মেজর (অব.)  মো শাহ আলম, পিএসসিসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।  

একাডেমিক কাউন্সিল সভায় শিক্ষার্থীদের ফল-২০১৯ সেমিস্টারের ফলাফলের অনুমোদন এবং করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের রিভিও ড্রাফট পলিসি উপস্থাপনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার মন্তব্য

আলোচিত