সংবাদ বিজ্ঞপ্তি

২৭ জুলাই, ২০২০ ২০:১৭

গভীর শ্রদ্ধায় অধ্যাপক হাবিবুর রহমানকে স্মরণ মেট্রোপলিটন ইউনিভার্সিটির

মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রয়াত উপাচার্য অধ্যাপক এম. হাবিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। গতকাল সোমবার তাঁর ১৪তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। প্রতি বছর দিনটিতে স্মরণসভা করা হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা।

অধ্যাপক এম. হাবিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘অধ্যাপক এম. হাবিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িক একজন মানুষ। তিনি ছিলেন সমাজবিজ্ঞানী, গবেষক ও সুলেখক। সমাজের উন্নয়নে তিনি অবদান রেখেছেন। ন্যায়ের প্রতি আপোষহীন অধ্যাপক হাবিবুর রহমানের কর্ম ও আদর্শ আমাদেরকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘২০০৩ সালে প্রতিষ্ঠাকাল থেকেই মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাথে জড়িয়ে ছিলেন অধ্যাপক এম. হাবিবুর রহমান। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের জন্য ছিল তাঁর গভীর অনুরাগ আর ভালোবাসা। মেট্রোপলিটন ইউনিভার্সিটি তাঁর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে।’

স্মৃতিচারণায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন বলেন, ‘অধ্যাপক এম. হাবিবুর রহমান ছিলেন দায়বদ্ধ বুদ্ধিজীবী, ন্যায়ের প্রতি আপোষহীন। তিনি ছিলেন সত্যিকারের শিক্ষক, যিনি দল-মতের ঊর্ধ্বে থেকে আমৃত্যু সত্যের পক্ষে কাজ করে গেছেন। তিনি ছিলেন সমাজচিন্তক, কল্যাণকামী। তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।’

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৭ জুলাই মৃত্যুবরণ করেন অধ্যাপক এম. হাবিবুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত