সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২০ ২২:২৯

শীতের কাপড় নিয়ে ছিন্নমূল ও পথশিশুদের পাশে ‘শঙ্খচিল’

সিলেটে বাড়ছে শীতের তীব্রতা। এতে দুৃর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষদেরও। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঘরহীন ছিন্নমূল মানুষেরা। সেইসব ছিন্নমূল মানুষ ও পথশিশুদের পাশে দাঁড়িয়েছে 'শঙ্খচিল' নামের একটি সামাজিক সংগঠন।

সোমবার (১৪ ডিসেম্বর) শঙ্খচিল-এর পক্ষ থেকে অসহায় ও অসচ্ছল প্রায় ৫০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। করোনা পরিস্থিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে তাদের হাতে শীতবস্ত্র ও খাবার তুলে দেন শঙ্খচিলের কর্মীরা।

সংগঠনের সদস্যরা জানান, শীতবস্ত্র বিতরণের জন্য ১ ডিসেম্বরের থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুদান সংগ্রহ করা হয়।

তারা জানান, 'শঙ্খচিল' সামাজিক সংগঠন ২০১৮ সাল থেকে অসহায় মানুষ ও পথশিশুদের নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবারের মতো এইবার শীতেও অসহায় মানুষদের কাছে তুলে দেওয়া হয় শীতের কাপড়।

নগরের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- বিপ্লব দেব, মারুফ হোসেন, ফাহিম আহমেদ, অপুর্ব রজক, আব্দুল্লাহ আল ফাহিম, জাবেদুর রহমান, পল্লব দে, সন্দীপ দাশ, আব্দুল্লাহ আমিন,ওসমান গনি, সৌরভ তালুকদার, দেবাঞ্জলি তৃষা, রেজওয়ান ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত