সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৫ ০১:১৩

পূর্ব সিলেট নিউজ ২৪ ডটকম-এর উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়নে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পত্রিকা গুলো ব্যাপক ভূমিকা পালন করছে। সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে রাজধানী থেকে মফস্বল প্রতিটি স্থানেই আজ সাংবাদিকরা নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। তবুও থেমে নেই কণ্টকাকীর্ণ এই পথচলা। যুগের সাথে তাল মিলিয়ে পাঠকদের চাহিদা পূরণ ও অবাধ তথ্য প্রবাহের নিমিত্তে দেশে এখন অনলাইন পত্রিকা প্রকাশ হচ্ছে। তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইন পত্রিকার চাহিদা ও গুরুত্ব ব্যাপক।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিয়ানীবাজার উপজেলা শহরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনলাইন নিউজ পোর্টাল ‘পূর্ব সিলেট নিউজ ২৪ ডট কম’ এর শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পূর্ব সিলেট নিউজ ২৪ ডট কম এর সম্পাদক মণ্ডলীর সভাপতি হাজী বুরহান উদ্দিন হেলালীর সভাপতিত্বে ও সম্পাদক শাহীন আলম হৃদয় এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার পিএইচজি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষাবিদ আলী আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সোয়েব, সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তেরাব আলী, বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী এম এ কাদির, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিব্বির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, মোল্লাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল আহমদ, বাংলাদেশ শিক্ষক সমিতির সহ সভাপতি মজির উদ্দিন আনছার, পত্রিকার আইন উপদেষ্টা এডভোকেট আমান উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আতাউর রহমান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী দিপু, পত্রিকার উপদেষ্টা পরিচালক আব্দুল বাসিত টিপু, সংবর্ধিত অতিথি পূর্ব সিলেট নিউজ ২৪ ডট কম এর প্রবাসী পরিচালক আব্দুল মুকিত, পরিচালক সুমন আহমদ, পরিচালক নোমান উদ্দিন।

পত্রিকার প্রকাশক মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক অহিদুর রেজা মাসুম, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক শিক্ষক ললিত মোহন বিশ্বাস, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সুলেমান আহমদ, এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলা কমিটির সভাপতি শাহ আলম, গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, ক্লাসিক ডিস নেটওয়ার্কের চেয়ারম্যান তাজ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি হারুন আহমদ, দিবালোক পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার, সাংবাদিক এম.সিন উদ্দিন, অনলাইন পত্রিকা বিয়ানীবাজার কণ্ঠের নির্বাহী সম্পাদক শিপার আহমদ, বিয়ানীবাজার টাইমস’র প্রকাশক তোফায়েল আহমদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বিয়ানীবাজার উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ ও স্পর্শ সোশ্যাল মিডিয়ার সভাপতি সাইফ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত