সিলেটটুডে ডেস্ক

২১ জুলাই, ২০২৩ ২১:২৮

দিরাইয়ে ব্রিটিশ আমেরিকান ইংলিশ সেন্টারের উদ্বোধন

সুনামগঞ্জের দিরাইয়ে ব্রিটিশ আমেরিকান ইংলিশ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উচ্চ শিক্ষায় আগ্রহী হাওরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে শুক্রবার বিকেলে দিরাই থানা পয়েন্টস্থ জালাল সিটি সেন্টারের দ্বিতীয় তলায় ইংলিশ সেন্টারের কনফারেন্স রুমে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালনী গ্রুপের উপদেষ্টা ছলিম উল্লাহর সভাপতিত্বে ও কালনী গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মুজাহিদ সর্দার তালহার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, জগদল কলেজের অধ্যক্ষ পংকজ কান্তি রায়, দিরাই কলেজের প্রভাষক রফিকুল ইসলাম তালুকদার, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সহ সভাপতি শোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ডিএসএস ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাহান সিরাজ, প্রভাষক জাফর সিদ্দিকী, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, সমাজকর্মী ফিরোজ খান, দিরাই থানার এসআই আব্দুস সাত্তার, ব্রিটিশ নাগরিক মারুফ আহমদ।

স্বাগত বক্তব্য দেন ইংলিশ সেন্টারের ডাইরেক্টর মাজহার উল হক।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিতি ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটেন ও অনুষ্ঠানের শুরুতে ফিতা কাটেন অতিথিরা।

আপনার মন্তব্য

আলোচিত