বিজ্ঞাপন

২৯ নভেম্বর, ২০১৭ ২৩:২১

‘দৈনিক সবুজ সিলেট’ পত্রিকায় আইনানুগ সতর্কীকরণ বিজ্ঞপ্তির ব্যাখ্যা

বিনয় ভূষণ দাস
এডভোকেট
বার হল নং-০২, চেম্বার নং ৪১০ (৪র্থ তলা)
জজ কোর্ট, সিলেট ।

বিগত ২৮/১১/২০১৭ তারিখে “দৈনিক সবুজ সিলেট’’ পত্রিকায় আইনানুগ সতর্কীকরণ বিজ্ঞপ্তির ব্যাখ্যা:

এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, নিম্ন তফসিল বর্ণিত এস, এ ৮২ নং খতিয়ানের ২৭০১ দাগের এস, এ মালিক হইতে এবং ২৭৭ নং খতিয়ানের ২৭০২ নং দাগের এস, এ মালিকের প্রকৃত উত্তরাধিকারী হইতে ক্রমিক হস্তান্তর সূত্রে মালিক  স্বত্ববান ও দখলকার জনাব নাজির আহমদ, পিতা. মরহুম আরজুমন্দ আলী, সাকিন -৯/এ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা –এর সহিত বিগত ০৬/১০/২০১৬ ইং তারিখে আমার মোয়াক্কেল ফেরদৌসি বেগম হেনা গং ব্যক্তিগণ এক বায়নামা চুক্তিতে আবদ্ধ হইয়া বিগত ১৬/১০/২০১৬ইং তারিখে “দৈনিক সিলেটের ডাক” পত্রিকায় আইনগত বিজ্ঞপ্তি প্রচার করেন এবং নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে বায়নামা চুক্তি  সম্পর্কিত একখানা সাইনবোর্ড বসান।

বর্ণিত আইনগত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে কেহ কোনরূপ ওজর-আপত্তি বা দাবি–দাওয়া না করায় আমার মোয়াক্কেলগণ দীর্ঘদিন অপেক্ষা করিয়া বিগত ০৯/০২/২০১৭ ইং তারিখে একখণ্ড  রেজিস্টারি সাফকবালা দলিল মূলে নিম্ন তফসিল বর্ণিত ভূমি খরিদ করিয়া যথারীতি বি, এস জরিপে কাহার আপত্তি ব্যতিরেকে রেকর্ড করাইয়া এবং নামজারি করাইয়া সরকারি রাজস্ব পরিশোধ করিয়া নিজ নামীয়ও সাইনবোর্ড বসাইয়া উহার উন্নয়ন সাধন করিয়া পূর্ববর্তীর অনুরূপ সম্পূর্ণ নিষ্কণ্টক ভাবে ভোগ দখলকার বিদ্যমান রহিয়াছেন। বিগত ২৮/১১/২০১৭ তারিখে ‘দৈনিক সবুজ সিলেট’ পত্রিকায় আইনানুগ সতর্কিকরণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত মোকদ্দমার বিষয়ে আমার মোয়াক্কেলগণ আইনানুগ যথাযথ পদক্ষেপ গ্রহণ করিবেন।                                        

তফসিল চৌহাদ্দা
ক) জেলা- সিলেট, থানা- এয়ারপোর্ট, মৌজা-বড়শালা, জে,এল নং এস, এ-৫৪,আর, এস/বি,এস-৪৪, এস,এ খতিয়ান নং ৮২, বর্তমান নামজারি খতিয়ান নং ৪৮৬৬, বর্তমান বি,এস খতিয়ান নং ২৯০২, এস,এ দাগ নং ২৭০১, বি,এস দাগ নং ৪৮০০, পরিমাণ ০.৬৯ একর।
খ) জেলা- সিলেট, থানা- এয়ারপোর্ট, মৌজা-বড়শালা, জে,এল নং এস, এ-৫৪,আর, এস/বি, এস-৪৪, এস,এ খতিয়ান নং-২৭৭,৮২, বর্তমান নামজারি খতিয়ান নং ৪৮৬৬, বর্তমান বি,এস খতিয়ান নং ২৯০২, এস,এ দাগ নং ২৭০২, বি,এস দাগ নং ৪৮০০, পরিমাণ ০.৩০ একর।
                                                                                             
বিনয় ভূষণ দাস
এডভোকেট
জজ কোর্ট, সিলেট।

আপনার মন্তব্য

আলোচিত