সিলেটটুডে ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৭ ২০:০৮

ফেঞ্চুগঞ্জের বাংলালিংকের রিটেইলার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রজেক্ট স্নাইপারের আওতায় পুরো সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলাকে থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে রিটেইলার মিট ও প্রতি ফুটবল ম্যাচের আয়োজন করে বাংলালিংক।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ খেলায় ফেঞ্চুগঞ্জ উপজেলা খেলার মাঠে মুখোমুখি হয় মাইজগাও একাদশ বনাম ফেঞ্চুগঞ্জ একাদশ। খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়।

বাংলা লিংক সিলেট রিজিওনের হেড অব সেলস সৈয়দ মোস্তফা আহমদ জানান, বাংলা লিংক সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে অফার চালু করে। বিশেষ করে গ্রামের লোকজন যাতে ইন্টারনেট সহজে ব্যবহার করতে পারেন সে দিকে খেয়াল রেখে সিমে বিভিন্ন অফার দেওয়া হয়েছে। এতে রিটেলাইররা যেমন উপকৃত হচ্ছেন তেমনি উপকৃত হচ্ছেন ক্রেতারা। এখন অনেক কম মূল্যে বাংলালিংক সেবা দিয়ে যাচ্ছে। তিনি প্রজেক্ট স্নাইপারের আওতায় সিলেটের সকল উপজেলাকে আনা হবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, এখন বাংলালিংকের নেটওয়ার্ক আগের চেয়ে অনেক অনেক উন্নত হয়েছে।

বিকালে শুরু হয় এ প্রীতি ফুটবল ম্যাচ। ফেঞ্চুগঞ্জ উপজেলার বাংলালিংকের রিটেইলাদের দিয়ে খেলা শুরু হয়। খেলায় দুটি দল অংশ নেয়। দল দুটি হল ফেঞ্চুগঞ্জ একাদশ বনাম মাইজগাও একাদশ। খেলা ১-১ গোলে ড্র হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলালিংক সিলেট রিজিওনের হেড অব সেলস সৈয়দ মোস্তফা আহমদ।

বিশেষ অতিথি ছিলেন সমকালের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, বাংলালিংকের জোনাল ম্যানেজার শিশির কুমার পাল, রিজিওনাল ট্রেড মার্কেটিং ম্যানেজার রাহাত হোসেন খান, ডিস্ট্রিবিউশন ম্যানেজার সাব্বির আহমদ, ডিস্ট্রিবিউটর সুপারভাইজার জাকের হোসেন, সমকালের ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ মামুন।

এ সময় রিটেইলাররা আগামীতে এ ধরনের ম্যাচ করার আহবান জানালে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়। পরে সেরা বিক্রেতাদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত