সংবাদ বিজ্ঞপ্তি

১৬ জানুয়ারি, ২০২০ ১৯:৪৮

মদনমোহন কলেজ প্লাটুনের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ৭ বিএনসিসি ব্যাটালিয়ন মদনমোহন কলেজ প্লাটুনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকালে মদনমোহন কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় সিলেট মদনমোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বানী অর্জ্জুন বলেছেন, গরীব দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

তিনি গরীব শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করায় ৭ বিএনসিসি ব্যাটালিয়ন মদনমোহন কলেজ প্লাটুনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিএনসিসিকে মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান।

মদনমোহন কলেজে বিএম শাখার বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক লে. মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক লে. জেবা আমাতুল বান্না, উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক উজ্জ্বল দাস, বিএনসিসি’র সিইউও শিক্ষার্থী আতিকুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত