সংবাদ বিজ্ঞপ্তি

২১ জানুয়ারি, ২০২০ ১৭:৫৮

কুলাউড়ায় ঘুড়ি উৎসব ২৫ জানুয়ারি

"রঙ্গিন ঘুড়ির আহবানে জেগে উঠুক সম্প্রীতি, বেঁচে থাকুক বাংলার শুদ্ধ সংস্কৃতি " এই স্লোগানে দ্বিতীয়বারের মতো মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজন করা হয়েছে ঘুড়ি উৎসব। ২৫ জানুয়ারি উপজেলার ব্রাক্ষণবাজার মিশন সংলগ্ন হলিছড়া চা বাগানের পাল টিলায় এই উৎসবের আয়োজন করেছে প্লাটুন টুয়েলভ।

আয়োজকরা জানান, ঘুড়ি উৎসব বাঙালি ঐতিহ্য, যা এখন প্রায় বিলুপ্ত প্রায়। এই প্রজন্মের তরুণদের ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়া এবং বাঙালি সংস্কৃতি লালন ও ধারণ করায় প্রয়াসেই এই আয়োজন করা হয়েছে।

উৎসব দুপুর দুইটায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে। উৎসব প্রাঙ্গণে থাকবে পিঠা-পুলির প্রদর্শনী, ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত