কানাইঘাট প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২০ ২৩:১৬

ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

সিলেটের কানাইঘাট উপজেলার ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ থেকে বিকাল ২টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সংগঠনের কার্যকরী সদস্য আলবাব জান্নাতের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-উপদেষ্টা সদস্য মিঠুন চৌধুরী, আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য মো. ইয়াহইয়া, রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক খাইরুল আলম, সংগঠনের সিনিয়র সদস্য হেলাল আহমদ, মোহাম্মদ, কানাইঘাট পাবলিক হাই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ জাকারিয়া।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য, ফাহাদ আহমদ, জুবেল আহমদ, জাহিদুল ইসলাম জুয়েল, কাসিম আহমদ, মুজিবুর রহমান, শাকিল আহমদ, হোসাইন আহমদ কাওসার, তারেক আহমদ, নজমুল ইসলাম, জুনেদ আহমদ, রুহুল আমিন, হাবিবুর রহমান, তোফায়েল আহমদ, জাহেদুর রহমান বাবুল, শাহেদ আহমদ, মাসরুর, মাহবুব আহমদ, তানভির আহমদ, ফাহমিদা আক্তার এনি, রোকশানা আক্তার আফনান হোসেন প্রমুখ।

উল্লেখ্য কানাইঘাট পৌরসভার ৬টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, জ্যামিতি বক্স, রাবার, পেন্সিল ও কাটার ১৩০জন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। শনিবার ২৫ জানুয়ারি উপজেলার ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপির ঢাকনাইল মডেল কিন্ডারগার্টেনে বিতরণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত