কানাইঘাট প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২০ ১৯:৫৩

কানাইঘাটে ৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সিলেটের কানাইঘাটের পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কানাইঘাট পাবলিক হাই স্কুল প্রাঙ্গণে কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এ ৬০ কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, সীমান্তিকের চীফ পেট্টন ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আহমদ আল কবির। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, এমসি কলেজের অধ্যাপক মাহমুদুল হাসান।

কানাইঘাট পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের পৌর শাখার সভাপতি মনির আহমদ ও সাধারণ সম্পাদক এম আফতাব উদ্দিনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় শাখার সভাপতি আসিফ আযহার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, কানাইঘাট সরকারী কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ (সীমান্তিক), সিলেট শাবিপ্রবি কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শামসুদ্দোহা পিপিএম, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, পাবলিক হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল্লাহ আল মুমিন, পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক ইয়াইয়া, কানাইঘাট প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আজমল হোসাইন, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল আম্বিয়া, গোলাম কিবরিয়া রাসেল, গ্রিস যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেইন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন ও কানাইঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত