সংবাদ বিজ্ঞপ্তি

২৭ জানুয়ারি, ২০২০ ২৩:৪৫

বিয়ানীবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

সিলেটের বিয়ানীবাজারের আয়েশা হক হাসপাতালে সোমবার (২৭ জানুয়ারি) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এতে গরিব ও দুস্থ ৩৫০ রোগীদের বিনামূল্যে চিকিৎসেবা ও চশমা ওষুধ প্রদান করেছে বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিএইচডিআই)।

সংগঠনের অপারেশনাল প্রধান কামাল আহমদ মাছুমের পরিচালনায় চিকিৎসা প্রদান করেন বিএইচডিআই’র সভাপতি  ডা. কাউসার হক, ডা. আলী আহমদ সুয়াইব, ডা. আব্দুল হালিম, ডা. সামছুজ্জামান, ডা. আব্দুর রহিম, ডা. মারুফুর রহমান তালহা, ডা. কাজী সাজ্জাদ হোসেন, ডা. ওসমান গনি, ডা. মিজানরে রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের হিসাব রক্ষক আক্তারুজ্জামান, প্রবাসী আইনজীবী রাহেনা আদেলিয়া, ফার্মাসিস্ট সায়মা চৌধুরী, আব্দুল রকিব রাহেল , সাইম, আফজন প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি জকিগঞ্জ, ২৯ জানুয়ারি শায়েস্তাগঞ্জ এবং ৩০ জানুয়ারি বিশ্বনাথ উপজেলায় বিনামূল্যে চিকিৎসেবা প্রদান করা হবে। বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ যুক্তরাজ্য নিবন্ধিত দাতব্য সংস্থা। যুক্তরাজ্য বসবাসকারী পেশাদার স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী আর চিকিৎসকদের সমন্বয়ে এ সংস্থাটি গঠিত।

আপনার মন্তব্য

আলোচিত