সংবাদ বিজ্ঞপ্তি

২৬ ফেব্রুয়ারি , ২০২০ ১৮:১০

সিলেট মিলেনিয়াম মার্কেটের স্বত্তাধিকারী আছাব আলী মারা গেছেন

সিলেট মিলেনিয়াম মার্কেটের স্বত্তাধিকারী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ আছাব আলী (৯০) মারা গেছেন। 

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত তিনটায় সিলেট নগরীর নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের রায়খাইলস্থ নিজ গ্রামে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, হাজী আছাব আলী দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের বেশির ভাগ সময় তিনি যুক্তরাজ্যে অতিবাহিত করেছেন। পরে দেশে এসে এলাকায় শিক্ষা প্রতিষ্টান স্থাপনের জন্য নিরলসভাবে কাজ করে যান। জালালপুর কলেজ, জালালপুর সিনিয়র মাদরাসা, জালালপুর উচ্চ বিদ্যালয়, জালালপুর হাফিজিয়া মাদরাসাসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সাথে তার দীর্ঘ সম্পৃক্ততা ছিল। তিনি রায়খাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তার নামে ‘হাজী আছাব আলী প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ দীর্ঘ এক যুগ থেকে জালালপুরে অনুষ্ঠিত হয়ে আসছে। একজন সমাজসেবক ও দানশীল ব্যক্তি হিসেবে তিনি গোটা সিলেটে সুপরিচিত। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আপনার মন্তব্য

আলোচিত