সিলেটটুডে ডেস্ক

০৭ মার্চ, ২০২০ ২১:০৭

সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলার নতুন কমিটির যাত্রা শুরু

মহান ভাষা আন্দোলনের শহীদ ও একাত্তরে মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখার নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সুহৃদের নতুন কমিটির নেতৃবৃন্দ। এ সময় সুহৃদ সমাবেশের সকলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত হওয়ার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি সুব্রত বসু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব চৌধুরীর সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল’র সিলেট ব্যুরো প্রধান ও সুহৃদ সমাবেশ সিলেটের উপদেষ্টা চয়ন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকাল’র স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী।

কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় বক্তৃতা করেন সিনিয়র সহসভাপতি সুজিত দাশ, সহসাধারণ সম্পাদক তন্বী দাস, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন রানা, দফতর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

সভায় সর্বসম্মতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সহসভাপতি হেনা মমো, যুগ্ম সাধারণ সম্পাদক সুচরিতা ভট্টাচার্য, সহসাংগঠনিক সম্পাদক তারেক রহমান মঞ্জু, বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি সম্পাদক অহনা মিতা, কার্যনির্বাহী সদস্য আসমা আক্তার মনি, লতিফুর রহমান উজ্জ্বল, স্বর্ণা রাণী চন্দ, ওয়ায়েছ আহমদ রবিন, সুহৃদ সমাবেশের এইডেড হাই স্কুল ইউনিটের অর্ঘ, সৌমেন প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখার সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত