সংবাদ বিজ্ঞপ্তি

২৯ মার্চ, ২০২০ ১৯:১৭

নিম্নআয়ের মানুষের মধ্যে বাসদের খাদ্যসামগ্রী বিতরণ

করোনা মহামারীতে কর্মহারা নিম্নআয়ের মানুষের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে চাল, আলু, পিয়াজ, লবণ, তেল প্রভৃতি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রোববার (২৯ মার্চ) দুপুর ২টায় আম্বরখানাসহ দলীয় কার্যালয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা, সদস্য সনজিত শর্মা প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ করোনাভাইরাস রোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান।

বাসদ নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের এই সময়ে কষ্টের মধ্যে আছে নিম্নবিত্ত, শ্রমজীবী মানুষ। অবিলম্বে এইসব শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।

 

আপনার মন্তব্য

আলোচিত