সংবাদ বিজ্ঞপ্তি

০২ এপ্রিল, ২০২০ ১৯:৪৩

নগরীতে ক্লিন গ্রিন বাংলাদেশের খাদ্যসামগ্রী বিতরণ

করোনা মহামারীতে কর্মহারা ঘরবন্দি মানুষের মধ্যে ক্লিন গ্রিন বাংলাদেশ (সিজিবি) সিলেটের উদ্যোগে ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে চাল, সয়াবিন তেল, ডাল, আলু, সাবানসহ কয়েক প্রকার পণ্য রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টায় সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় ও সন্ধ্যা ৭টায় সিলেট রেলওয়ে স্টেশন এবং ক্বিন-ব্রিজ এলাকায় বিভিন্ন শ্রমজীবী মানুষের ঘরে ঘরে চাল, তেল, আলু, পিয়াজ, লবণ প্রভৃতি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্লিন গ্রিন বাংলাদেশ (সিজিবি) সিলেটের সমন্বয়ক আমিনুল ইসলাম,গোলাম মোস্তফা, ইতমাম জাওয়াদ, মারুফ হোসেন নাহিদ, প্রশান্ত লিটনসহ প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণকালে সদস্যরা বলেন, এই কঠিন সময়ে মানবতার লক্ষেই এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের এই দুঃসময়ে আমাদের মানবদরদী কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত