কমলগঞ্জ প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২০ ২০:৫৫

কমলগঞ্জে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও হতদরিদ্র ৫০পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘স্বপ্নের ফেরিওয়ালা’। সংগঠনের সদস্যদের নিজ অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে এসব খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ হেলাল উদ্দিন, সংগঠনের সভাপতি শাহিনূর রহমান দিপু, সহ সভাপতি সাংবাদিক সজীব দেবরায়, শাহ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাকিন আহমেদ, সদস্য রেদওয়ান অর রশীদ ভূঁইয়া, শামসুদ্দিন চৌধুরী মিশন, আজহারুল ইসলাম, আতিফ চৌধুরী, কায়ছার মিয়াসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সংগঠনের সভাপতি শাহিনূর রহমান দিপু বলেন, করোনা ভাইরাসের  সরকারিভাবে জনসমাগম ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে কাজ হারিয়ে চরম বিপাকে পড়েছেন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষজন। সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা।

কমলগঞ্জের কর্মহীন এসব অসহায় ও হতদরিদ্র  ৫০পরিবারের মধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের সাধ্যমত পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে। দেশের এই সংকটাপন্ন পরিস্থিতিতে দেশের উচ্চবিত্ত সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত