সংবাদ বিজ্ঞপ্তি

০৩ এপ্রিল, ২০২০ ১৪:০২

শমশেরনগরে স্পন্দনের ত্রাণ বিতরণ

মৌলভীবাজারের শমশেরনগর ও এর আশপাশের এলাকায় স্পন্দনের পক্ষ থেকে ৬০ টি অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্পন্দন-A Voluntary Organisation (একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান)।

প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ৫০০ গ্রাম পেয়াজ, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম লবণ ও সাবান দেয়া হয়েছে।

জানা যায়, কোভিড-১৯ দেশের এই মহা সংকটময় সময়ে স্পন্দন  তাদের সমাজ সেবা মূলক কার্যক্রম ধারাবাহিকতায়  ৬০ টি অসহায় দিন মজুর পরিবারের দরজায় দরজায় পৌঁছে দিয়েছে খাদ্য সামগ্রী।

স্পন্দনের সদস্য হুমায়ূন কবির খান বলেন আমাদের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের এই বিপদের সময় সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানাই। যে কেউ যেকোনো সহযোগিতা করতে চাইলে বাসায় থাকুন  যোগাযোগ করুন টিম স্পন্দনের সাথে।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত শমশেরনগরের সচেতন শিক্ষার্থীদের সংগঠন স্পন্দন ধারাবাহিকভাবে স্বেচ্ছা রক্তদান কর্মসূচী, রক্তের গ্রুপ নির্ণয়, মানবতার দেয়াল ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম করে আসছে। স্পন্দনের স্লোগান, ‘স্পন্দিত সমাজের স্পন্দিত প্রাণ আমরাই আশ্রয় আমরাই ত্রাণ’।

আপনার মন্তব্য

আলোচিত