সংবাদ বিজ্ঞপ্তি

২১ এপ্রিল, ২০২০ ১৯:৪৮

মসজিদের ইমামদের মধ্যে নগদ অর্থ বিতরণ

মসজিদের ইমামদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন এয়ারপোর্ট গেটস্থ শাহজালাল জামে মসজিদের মুতাওয়াল্লী সৈয়দ মকসুদ আহমদ।

সোমবার রাতে সিলেট বিমানবন্দর থানা এলাকার ২৫ জন ইমামের হাতে এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন শাহজালাল জামে মসজিদের মুতাওয়াল্লী ও সৈয়দ সফর আলী পীর জামে মসজিদের মুতাওয়াল্লী সৈয়দ মকসুদ আহমদ۔

অর্থপ্রদান কালে সৈয়দ মকসুদ আহমদ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে মসজিদে জামায়াতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এজন্য মুসল্লিরা এখন আর মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করছেন। এ অবস্থায় মসজিদের ইমামরা অনেকটা অসহায় হয়ে পড়েছেন।  রমজান মাসে তারাবির নামাজ না হলে এ অসহায়ত্ব আরও বাড়বে। এজন্য মানবিক তাগিদে আমি ইমামদের পাশে দাঁড়িয়েছি।

রমজান মাসকে সামনে রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইমামদের প্রতি খেয়াল রাখার অনুরোধ জানান তিনি। একই সাথে সমাজের বিত্তবানদেরও ইমামদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা সৈয়দ আব্দুল আউয়াল এবং সৈয়দ সফর আলী পীর জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা আব্দুল মুকিত সাহেব প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত