বড়লেখা প্রতিনিধি :

১৫ মে, ২০২০ ২২:৩০

বড়লেখায় ৩০০ পরিবারে পদক্ষেপের ‘শুভেচ্ছা উপহার’

করোনা ভাইরাসের কারণে সংকটে পড়া নিম্ন ও মধ্যবিত্ত ৩ শত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।

বৃহস্পতিবার (১৪ মে) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ হয়। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখা এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, সাবান, মাস্ক এবং নগদ ২০০ টাকাসহ জনপ্রতি প্রায় দেড় হাজার টাকার সামগ্রী প্রদান করা হয়।

পদক্ষেপের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও দাসেরবাজার শাখা সমন্নয়ক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন চক্তবর্ত্তী, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত