স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৫

ব্যাটে-বলে ছন্দে ফিরে গায়ানাকে জিতিয়ে ম্যাচসেরা সাকিব

২০১৯ বিশ্বকাপে ক্যারিয়ার সেরা ব্যাটিং। এরপর ব্যাটার সাকিব যেন আবারও খেই হারিয়ে ফেলেছিলেন। সিপিএলের শুরুটাও করেছিলেন টানা দু'টি ডাক দিয়ে। অবশেষে খুঁজে পেলেন নিজেকে। বাংলাদেশ কাপ্তানের অলরাউন্ড নৈপুণ্যে গতকাল ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

এই ম্যাচেও যথারীতি ৪ নম্বরে ব্যাট করতে নেমেছেন সাকিব। শুরুটা ঠান্ডা মেজাজেই করেছিলেন টাইগার দলপতি। তবে ১৩তম ওভারে হঠাৎই ক্ষেপে যান সাকিব। সামিত পাটেলের এক ওভারেই মারেন ৩টি চার। পরের ওভারে সাবেক কলকাতা নাইট রাইডার্স সতীর্থ সুনিল নারাইনও পাননি ছাড়, ডিপ মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা হাঁকান সাকিব।

পরে অবশ্য নারাইনই ফিরিয়েছেন সাকিবকে। তার গুড লেন্থ ডেলিভারি এগিয়ে এসে খেলতে গিয়ে পরাস্ত হন টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার। এর আগে শুরু থেকেই ইনিংসের হাল ধরেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ৪২ বলে করা তার ৬০ রানই গায়ানার ইনিংস সর্বোচ্চ।

শেষদিকে শিমরন হেটমায়ার ও ওডেন স্মিথের ঝড়ে ১৭৩ রানের সংগ্রহ পায় সাকিবের দল। বল হাতেও ত্রাতারূপে আবির্ভূত হন সাকিব। দলীয় ৫ম ও নিজের প্রথম ওভার করতে এসেই দলকে এনে দেন ব্রেক ত্রু, টিম সেইফার্টকে এলবিডব্লিউ করে ফেরত পাঠান সাঝঘরে। নিজের প্রথম দুই ওভারে মাত্র ৮ রান খরচায় নেন ১ উইকেট।

ফিল্ডিংয়েও আজ ছিল সাকিব ঝলক, নিকোলাস পুরানকে (১) সরাসরি থ্রোয়ে বিদায় করেন টাইগার অধিনায়ক। শেষদিকে তুলে নেন বিধ্বংসী আন্দ্রে রাসেল ও সুনিল নারাইনকে। শেষ পর্যন্ত ১৩৬ রানেই গুটিয়ে যায় ত্রিনবাগো। তাদের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সামিত প্যাটেল।

৪ ওভার মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। ব্যাটে বলে এমন দারুণ পারফরম্যান্সের পর ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার সাকিবের নামে মনোনিত করতে বেশি বেগ পেতে হয়নি ম্যাচ অফিসিয়ালদের।

আপনার মন্তব্য

আলোচিত