স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৩ ১৪:০৩

পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ

দিল্লির বায়ুদূষণ নিয়ে অস্বস্তিতে ভুগছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে তারচেয়েও বড় অস্বস্তি রয়েছে ক্রিকেটারদের হৃদয়ে। পরপর ছয় ম্যাচ হারের ক্ষত নিয়ে সবকিছুর মধ্য দিয়ে এবার সাকিব আল হাসানের দল মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। দুদল মাঠে নামার আগে তাদের পরিসংখ্যানে এক নজর চোখ বুলিয়ে নেয়া যাক।

সোমবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টানা হারের লজ্জা থেকে বের হতে ম্যাচটিতে জয়ের জন্য মুখিয়ে আছে টাইগার বাহিনী।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল দলটি। তারপরে টানা ছয় ম্যাচে হার সঙ্গী হয়েছে। এবার সেই জয় খরা কাটাতে প্রস্তুত টাইগাররা। বর্তমানে মাত্র ২ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নয়ে রয়েছে বাংলাদেশ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য সেরা আটে থাকতে হবে তাদের। সেজন্য শ্রীলঙ্কার বিপক্ষে জয় ভিন্ন পথ নেই।

অন্যদিকে ৭ ম্যাচ থেকে ২ জয় নিয়ে তালিকার সাতে রয়েছে শ্রীলঙ্কা। দলটি টানা তিন হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল। এরপরে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়ায় লঙ্কান বাহিনী। তবে আবারও ২ হারের কারণে ছিটকে যেতে হয়েছে সেমিফাইনালের লড়াই থেকে। বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও এখন লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। সেজন্য থাকতে হবে সেরা আটে।

মুখোমুখি পরিসংখ্যানে অনেক এগিয়ে আছে শ্রীলঙ্কা। দুদল এখন পর্যন্ত ৫৩টি ওয়ানডে ম্যাচ খেলেছে। বাংলাদেশের ৯ জয়ের বিপরীতে লঙ্কানদের জয় রয়েছে ৪২টিতে। আর দুটি ম্যাচে কোনো ফল আসেনি। তবে পরিসংখ্যানে নয়, ম্যাচের দিকে নজর রেখে জয় তুলে নিতে প্রস্তুত টাইগার বাহিনী।

আপনার মন্তব্য

আলোচিত